মেয়েরা কী করবে সেটা ফ্যামিলি থেকে ডিসিশন নেওয়া হয় বলে মনে করেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেব সহ অধিনায়ক জাকির জেসি। তিনি বলেন, আমার বাবা-মা যদি সমর্থন না দিতো তাহলে আমি কখনো এত দূর আসতে পারতাম না। আমার এই উঠে আসার পেছনে আমার বাবা-মায়ের অনেক ভূমিকা রয়েছে।
'এখন সময় নারীর' এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর এ বৈঠকের আয়োজন করেছে।
শৈশবের স্মৃতিচারণ করে জেসি বলেন, 'ছোটবেলায় আমি যখন ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতাম তখন আমার এলাকার অনেকে অন্য চোখে দেখতো। কিন্তু যখন আমি বাংলাদেশের হয়ে জাতীয় দলে ক্রিকেট খেলা শুরু করলাম, তখন তারাই আবার বাহবা দিতেন।'
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। লেখক ও সাংবাদিক শাহনাজ মুন্নীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমদাদুল হক মিলন, নূরজাহান বেগম মুক্তা, নিলুফার চৌধুরী মণি, সামিয়া রহমান, অধ্যাপক রুপা চক্রবর্তী, ডা. সাগুফা আনোয়ার, ফাতেমা বেগম, অধ্যাপক ড. জিনাত হুদা, কামরুন নাহার ডানা।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৮/মাহবুব