পুলিশের কঠোর বেষ্টনীতে বরিশালে বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা ও মহানগর বিএনপি আয়োজনে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি উপলক্ষে সদর রোডসহ আশ-পাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান, উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, বিএনপি নেতা আলী হায়দার বাবুলসহ অন্যান্যরা।
অবস্থান কর্মসূচিতে বেগম জিয়ার মুক্তি এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান সাবেক এমপি সরোয়ার।
বিডি প্রতিদিন/৮ মার্চ, ২০১৮/ফারজানা