গাজী টেলিভিশন (জিটিভি), সারাবাংলা.নেট ও দৈনিক সারাবাংলায় (প্রকাশিতব্য) এডিটর-ইন চিফ হিসেবে যোগ দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা।
গাজী গ্রুপের এই তিনটি সংবাদ মাধ্যমেই তিনি তাঁর দায়িত্ব পালন করবেন। গাজী গ্রুপের প্রধান কার্যালয়ে এর চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপির কাছ থেকে আজ নিয়োগপত্র গ্রহণ করেছেন সৈয়দ ইশতিয়াক রেজা।
এসময় আরও উপস্থিত ছিলেন গাজী গ্রুপের দুই উপ-ব্যবস্থপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা ও গাজী গোলাম আশরিয়া, পরিচালক বদরুল আলম খান, নির্বাহী পরিচালক সালাহউদ্দিন চৌধুরী এবং জিটিভি’র ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন সৈয়দ ইশতিয়াক রেজা। প্রিন্ট ও ইলেকট্রনিক এবং বাংলা ও ইংরেজি মাধ্যমে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন সৈয়দ ইশতিয়াক রেজা সাংবাদিকতায় দীর্ঘ প্রায় তিন দশকের ক্যারিয়ার গড়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার