দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
তিনি বলেন, বিদেশ থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আসলে দেশ উপকৃত হয়। আর হুন্ডির মাধ্যমে আসলে টাকাটা আসে কিন্তু রেমিটেন্সটা ওই দেশে থেকে যায়। এতে করে টাকাটা দেশের কোনো কাজে আসে না।
সোমবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'জনশক্তি প্রেরণ : সংকট ও সম্ভাবনা' শীর্ষক গোলটেবিল বৈঠকে এই এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, 'রেগুলার বেসিসে' বিদেশে মানুষ পাঠানো হয়। পাঠানোর আগে কিছু মানুষ আমাদের কাছে আসে এবং বাকিরা বিমানবন্দর হয়ে সরাসরি বিদেশে যান। আমাদের সাথে সংযুক্ত হয়ে গেলে তাদের ওই দেশের আচার-আচারণ, খাদ্যভাস, পারিবারিক অবস্থান এবং দেশে রেমিটেন্স কিভাবে পাঠানো যাবে সেগুলো জানিয়ে দেয়া হয়।
এসময় মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, আমরা বিদেশে কেনও যাই? বিদেশে মানুষ দুইটি কারণে যায়, একটি হলো-'বেটার লাইট' আরেকটা হলো- দেশে কর্মযজ্ঞের অভাব।
বায়রাসহ সংশ্লিষ্ট সকলকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, যত বেশি পারেন দেশের লোক পাঠান। তাহলে দেশের মঙ্গল হবে।
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী, এস এম আতীকুর রহমান, এ কে মোমেন, অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের হেড শরিফুল হাসানসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৮/আরাফাত