কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় ছুরিকাঘাতে সাদ্দাম হোসেন (২৪) নামের এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে উপজেলার জোড়কানন সংলগ্ন ভাটপাড়া এলাকার একটি জমি থেকে নিহতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাদ্দাম হোসেন পাশের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বালুধুম গ্রামের আবদুল লতিফের ছেলে।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ক্ষতবিক্ষত ও রক্তাক্ত অবস্থায় মহাসড়কের পাশে একটি জমিতে ওই যুবকের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। ধারণা করা হচ্ছে গভীর রাতে ওই যুবককে খুন করে মরদেহ সেখানে ফেলে দেয়া হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেছে। এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। নিহতের স্বজনদের নিকটি থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও ওসি জানান।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ, ২০১৮/মাহবুব