রাজধানীর মহাখালী আমতলীতে বাসচাপায় সুবাস চন্দ্র ভৌমিক (৫৮) নামের এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। বুধবার সকালে মহাখালী আমতলী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সুবাস চন্দ্র ভৌমিক ফরিদপুর মধুখালী উপজেলার জগন্নাথদি গ্রামের মহানন্দ ভৌমিকের ছেলে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, সুবাস চন্দ্র একটি বেসরকারি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। সকালে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আমতলী মোড়ে ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৮/আরাফাত