গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে ওই এলাকার জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল হক।
তিনি বলেন, হোতাপাড়া এলাকার ফু ওয়াং কারখানার পূর্বপাশের জঙ্গলে এক যুবকের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এস আই নাজমুল হক আরও জানান, নিহতের পরনে কোনো কাপড় ছিল না। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ৮/১০ দিন আগের বলে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ, ২০১৮/মাহবুব