স্বামীর সাথে প্রতারণার দায়ে সাবেক স্ত্রীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেলাওয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম ফারহানা রহমান। তিনি রাজধানীর পল্লবীর সেকশন-৬, রোড নং ১৫, বাসা নং ১১/১ এর বাসিন্দা মমতাজুর রহমানের মেয়ে।
মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী জাহেদ আহমেদের সাথে আসামি ফারহানা রহমানের ইসলামী শরীয়াহ মোতাবেক ২০১১ সালে বিয়ে হয়। পরে আসামি ২০১২ সালের বিভিন্ন সময়ে ১৫ লাখ টাকা ফ্ল্যাট কেনার কথা বলে নেয়। মামলার বাদী জাহেদ ১৬ বছর প্রবাসে থেকে এই টাকা আয় করেন। এরপর আসামি ফারহানা সেই টাকা পয়সা আত্মসাৎ করে জাহেদকে গোপনে তালাক দেয়। এ ঘটনায় ২০১২ সালের ২২ জুলাই মামলা করে জাহেদ। পরে পল্লবী থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডি প্রতিদিন/১৫ মার্চ ২০১৮/আরাফাত