রাজধানীর মিরপুর-১১ নম্বরে রুবেল হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিটি মার্কেটের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। ভবনটি পরিত্যক্ত বলে জানা গেছে।
নিহত রুবেল ওই মার্কেটে একটি মাংসের দোকানের কর্মচারী ছিলেন। তিনি মিরপুর-১১ নম্বরে এডিসি বিহারি ক্যাম্পে থাকতেন। তার বাবার নাম আব্দুর রব।
নিহতের খালাতো ভাই বুলবুল গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ৫০ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বুলবুল জানান, ওই মার্কেটে তার খালাতো ভাই রুবেলসহ কয়েকজন ওই মার্কেটের তিন তলায় অবস্থান করছিল। এ সময় হঠাৎ কয়েকজন এসে অতর্কিত হামলা চালিয়ে রুবেলকে কুপিয়ে চলে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৮/আরাফাত