রাজধানীর নয়াপল্টন মসজিদ গলি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রাজিব হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজিব ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কামাল উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে নয়াপল্টন মসজিদ গলির ৮৪/৪ নম্বর বাসায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব পানি জারে ভরে দোকানে সরবরাহ করতেন। সকালে জারে পানি ভরে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় পানির কারখানার সামনে বিদ্যুতের একটি ছেড়া তার ঝুলতে দেখেন রাজিব। হাত দিয়ে সেই তার সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৮/হিমেল