৭৫তম জন্মবার্ষিকীতে উন্মোচিত হলো বাংলাদেশ সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার-এর ওপর লেখা ‘সুবর্ণরেখায় বাতিঘর’ গ্রন্থটির মোড়ক।
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রন্থের মোড়ক উম্মোচন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোলাম সারওয়ার জন্মবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সভাপতি, এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। এসময় মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, ‘সুবর্ণরেখায় বাতিঘর’ বইয়ের সম্পাদক ও লেখকবৃন্দ, দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, সাহিত্যিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ই-জাহান