দৃশ্যমান সফলতা দেখানোর জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদীয় কমিটির সদস্যরা। তারা বলেন, কৃষি মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় যখন উন্নয়নের জন্য পুরুস্কৃত হচ্ছে, তখন তো আপনাদের দৃশ্যমান উন্নয়নের কোন কিছু দেখছি না। গুদামের সার কেলিঙ্কারি নিয়ে আপনাদের নামে পত্রিকায় প্রতিবেদন হয়, অডিট আপত্তি হয়-আপনারা কী করেন? এসব যেন আর না হয় সেজন্য সতর্ক থাকার পাশাপাশি গুদামের সার ব্যবস্থাপনার উন্নয়ন এবং কৃষিখাতের প্রয়োজন অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করতে কারখানাগুলোতে সার উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২১তম বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্টিজ কর্পোরেশন (বিসিআইসি) এর কার্যক্রম পর্যালোচনা করে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী। কমিটি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, আবুল কালাম মোঃ আহ্সানূল হক চৌধুরী এবং ফাতেমা তুজ্জহুরা বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদ সচিবালয় জানায়, কমিটি দেশের চিনিকলগুলোকে লাভজনক করার লক্ষ্যে বছরের অধিক সময় উৎপাদনে থাকার জন্য উদ্যোগ গ্রহণের সুপারিশ করে। এজন্য আখচাষীদেরকে প্রশিক্ষণ দিয়ে আখের উৎপাদন বৃদ্ধি এবং মাঠ থেকে চিনিকলগুলোতে আখের সরবরাহ নিশ্চিত করতে মিল এলাকার রাস্তার সংস্কারের উদ্যোগ গ্রহণের সুপারিশ করে কমিটি।
বৈঠকে ‘বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ বিল ২০১৭’ এবং সুগার (রোড ডেভেলপমেন্ট কেস) রহিতকরণ বিল, ২০১৮’ নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং পরিবর্ধনসহ সংসদে পাশের জন্য উত্থাপনের সুপারিশ করা হয়। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিসিক-এর চেয়ারম্যান, বিসিআইসি-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন