সাভারে ফায়ার সার্ভিসের গাড়ি ও বালু ভর্তি ট্রাকের মাঝে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি ও বালু ভর্তি ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
নিহতদের মধ্যে ফিরোজ নামের এক জনের পরিচয় পাওয়া গেছে। সে সাভারের ব্যাংকটাউন এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিক ভাবে নিহত অপর আরোহীর পরিচয় পাওয়া যায়নি।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, সোমবার রাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঢাকা-আরিচা মহাসড়কে টহলরত অবস্থায় ছিল। এসময় ফায়ার সার্ভিসের গাড়িটি মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে দুই আরোহী সড়ক পার হওয়ার চেষ্টা করে। পরে পেছন দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামীর একটি বালুবোঝাই ট্রাক ও ফায়ার সার্ভিসের গাড়ির মাঝে দুর্ঘটনাবশত আটকে যায় মোটরসাইকেলটি। এতে দুই গাড়ির মাঝে চাপা পড়ে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়ে যাত্রীরা। এসময় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও ভালু ভর্তি ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন