রাজধানীর ধানমন্ডিতে ইভটিজিংয়ের দায়ে আবুল কালাম (৪০) নামে একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ৮টার দিকে ধানমন্ডি-২৭ মোড়ে রাপা প্লাজার সামনে এক নারীকে ইভটিজিং করায় আবুল কালামকে হাতেনাতে আটক করে জনতা। পরে দোষ স্বীকারের ভিত্তিতে তাকে কারাদণ্ড দেন র্যাব পরিচালিত আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানমন্ডি-২৭ মোড়ে রাত ৮টার দিকে এক নারীকে ইভিটিজিং করছিলেন ওই ব্যক্তি। এসময় ওই নারীর চিৎকারে জনতা এগিয়ে এসে কালামকে আটক করে। এরপর খবর পেয়ে র্যাবের একটি দল অভিযুক্ত আবুল কালামকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে দায় স্বীকার করায় আইনানুযায়ী এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল ২০১৮/হিমেল