সমাজ সেবায় অসামান্য অবদান রাখায় বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি ও দেশ বরেণ্য চিকিৎসক অধ্যাপক একে আজাদ খানকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেছে বিআইএইচএস জেনারেল হাসপাতাল।
মঙ্গলবার রাজধানী মিরপুরে বিআইএইচএস জেনারেল হাসপাতালের ইব্রাহীম অডিটোরিয়ামে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুববের সভাপতিত্বে এই সংবর্ধনা প্রদান করা হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল মজিদ ভূইয়ার শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ আনিসুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, একে আজাদ ডায়াবেটিস আক্রান্ত রোগীদের রাত-দিন সেবা দেয়ায় সর্বাস্তরের মানুষের কাছে তিনি ভরসাস্থলে পরিণত হয়েছে। উপস্থিত ডাক্তার-কর্মচারীদেরকে তার মতো নিবেদিত হয়ে রোগীদের চিকিৎসা প্রদানের আহ্বান জানান তিনি।
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাংলাদেশ ডায়াবেটিস সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৮/মাহবুব