জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে জানা গেছে। এসময় কারাফটকে তার পরিবারের সদস্য ও কেরানীগঞ্জ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৩০ জানুয়ারি রাতে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে গয়েশ্বরকে আটক করা হয়। পরে তাকে হাইকোর্টের সামনে পুলিশ ভ্যানে হামলার মামলায় আটক দেখানো হয়।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৮/মাহবুব