দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসির পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১ লাখ ৪৪ হাজার ৮৭৬ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৭৭ দশমিক ৬২ শতাংশ। রবিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭৫৫ জন। এর মধ্যে জিপি-এ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৫৬৮০ জন এবং ছাত্রীর সংখ্যা ৫০৭৫ জন।
বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৫৪৫ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগে ১০২ জন এবং বানিজ্যিক বিভাগে ১০৮ জন জিপিএ-৫ পেয়েছে।
এবারেও পরীক্ষার ফলাফলে জেলা পর্যায়ে পাসের হারে জিপিএ-৫ পেয়ে রংপুর জেলা শীর্ষে। দিনাজপুর শিক্ষা বোর্ডে ৮ জেলার মধ্যে জিপিএ-৫ বেশী রংপুর জেলায়। রংপুর জেলায় পাসের হার ৮২ দশমিক ০৮। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩১২০জন।
এছাড়া গাইবান্ধা জেলার পাসের হার ৮০ দশমিক ৯৫। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৩৪৩ জন। নীলফামারী জেলার পাসের হার ৭৮দশমিক৪৮। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১২০৬ জন। কুড়িগ্রাম জেলার পাসের হার ৭৮ দশমিক ২১। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১০০৯ জন। ঠাকুরগাও জেলার পাসের হার ৭৬ দশমিক ৪০। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১০৫৬ জন।
দিনাজপুর জেলার পাসের হার ৭৫ দশমিক ৭২। জিপিএ-৫ পেয়েছে ২১৩৭জন। লালমনিরহাট জেলার পাসের হার ৭৪ দশমিক ০৮। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৮৭ জন। পঞ্চগড় জেলার পাসের হার ৬৮ দশমিক ৮৮। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩৯৭ জন।
শিক্ষা বোর্ডের অধীন ২৬১৯টি স্কুলের মধ্যে শতভাগ পাশকৃত স্কুলের সংখ্যা ৮৪টি। এছাড়া ৫টি স্কুল এ একজনও পাশ করতে পারে নাই।
উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৮। গতবারের চেয়ে এবার ফলাফলে পাসের হার কমেছে।
বিডি প্রতিদিন/৬ মে ২০১৮/ওয়াসিফ/হিমেল