শিরোনাম
- চার দশকের মধ্যে টেক্সাসে এমন ভয়াবহ বন্যা প্রথম
- ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬
- কালকিনিতে নিখোঁজের একদিন পর পাটক্ষেতে মিলল বৃদ্ধের মরদেহ
- ইউরোপে সর্বোচ্চ সংখ্যক শরণার্থী জার্মানিতে, ২৫ জনে একজন আশ্রয়প্রার্থী
- বাতিল হওয়া সৌর প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বান বিদ্যুৎকেন্দ্র মালিকদের
- চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু
- সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না : অর্থ উপদেষ্টা
- আর কত জীবন দেবে এ দেশের মানুষ বলে আক্ষেপ নজরুল ইসলামের
- শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে নারীর মৃত্যু
- ‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে’
- জুলাই-আগস্টে শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর আশা প্রসিকিউসনের
- অবৈধদের লুকিয়ে রাখার অভিযোগে মালয়েশিয়ায় ১ হাজার নিয়োগকর্তা আটক
- কুয়েতে হজযাত্রীদের নিবন্ধনে লটারি ব্যবস্থা
- তুরস্কে বিরোধীদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত, তিন মেয়র গ্রেপ্তার
- সন্ত্রাসবাদের ঘটনা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ
- গাজায় নিজেদের ছোড়া গুলিতে নিহত ৩১ ইসরায়েলি সেনা
- সাবেক সিইসি শামসুল হুদার মৃত্যুতে ইসির শোক
- রাজশাহীতে মব সৃষ্টি করে লুটপাটের অভিযোগ
- রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
- শুল্ক-কর জমা দিতে অনলাইনে চালু হলো ‘এ-চালান’ সেবা
রাবি শিক্ষক রেজাউল হত্যায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আখতার এ রায় ঘোষণা করেন। এছাড়া প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শরিফুল ইসলাম ও মাসকাওয়াথ হাসান ওরফে আবদুল্লাহ। যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে রিপন, আবদুস সাত্তার ও রহমতুল্লাহকে। এদের মধ্যে ঘটনার পর থেকে পলাতক মূল পরিকল্পনাকারী একই বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে তারা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। আদালত যে রায় দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট।
নিহত শিক্ষকের মেয়ে রেজোয়ানা হাসান বলেন, ‘আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। কিন্তু উচ্চ আদালতেও যেন এ রায় বহাল থাকে এমন প্রত্যাশা করছি আমরা।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মাসউদ আখতার বলেন, ‘যে রায় হয়েছে তাতে শিক্ষক হিসেবে আমি সন্তুষ্ট। কিন্তু ফাঁসির দণ্ড পাওয়া ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শরিফুলকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।’
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় নিজের বাড়ির কাছে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে। পরদিন নিহতের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে বোয়ালিয়া থানায় একটি হত্যামামলা দায়ের করেন। এরপর ২০১৭ সালের ৬ নভেম্বর ৮ জনকে আসামি করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রেজাউস সাদিক।
আদালত সূত্রে জানা যায়, শিক্ষক রেজাউল করিম হত্যা মামলার তদন্তে জেএমবির আট সদস্যের জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। তবে ৮ জনের মধ্যে তিনজন (খাইরুল ইসলাম বাঁধন, নজরুল ওরফে হাসান ও ওসমান) বিভিন্ন সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। বাকি পাঁচজন জেএমবি সদস্যরা হলেন রাবির ইংরেজি বিভাগের ছাত্র শরিফুল ইসলাম, ক্রপ সায়েন্স বিভাগের শিক্ষার্থী রহমতুল্লাহ ওরফে শাহিন, নগরীর খড়খড়ি বাইপাস এলাকার আব্দুস সাত্তার ও তার ছেলে খায়রুল ইসলাম ওরফে রিপন এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাসকাওয়াত হোসেন সাকিব।
রাজশাহী পুলিশ কমিশনার মাহাবুবর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জঙ্গি শরিফুল কোথায় আছে তার খোঁজ রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে ধরার চেষ্টা চলছে। আশা করছি তাকে খুব দ্রুত আটক করা সম্ভব হবে।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৮/সালাহউদ্দিন/মাহবুব
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর