রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৮টি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। বিভিন্ন সময় চুরি যাওয়া ১৮টি মোটরসাইকেল আটকদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম