বিমানবন্দরের জিনের বাদশা খ্যাত জাবেদ হোসেনকে (৪০) গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শুক্রবার সকালে তাকে বিমানবন্দর বহির্গমন টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।
তিনি গাজীপুর জেলার শহীদ নিয়মত সড়কের মৃত আব্দুল জব্বারের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায় মো. জাবেদ হোসেন (৪০) দীর্ঘদিন ধরেই বিমানবন্দরের বহির্গামী যাত্রীদের সাথে প্রতারণা করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। ইতোপূর্বে তাকে আর্মড পুলিশ গ্রেফতারও করেছিলো। ৩ মাস জেল খেটে সম্প্রতি সে জামিনে বের হয়ে আবারও প্রতারণার কাজে নেমে পড়ে। শুক্রবার সকালে একাজে আবার বিমানবন্দরে এলে তাকে হাতে নাতে গ্রেফতার করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরবর্তীতে প্রতারিত যাত্রীর অভিযোগ এবং স্বীকারোক্তি মোতাবেক সিভিল এভিয়েশন ম্যাজিস্ট্রেট কোর্টের বিজ্ঞ বিচারক তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/২ জুন ২০১৮/হিমেল