নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় এমতাজ হোসেন নামে এক নৈশপ্রহরী খুন হয়েছেন। আজ শনিবার দুপুরে শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত এমতাজ নীলফামারী জেলার মুন্সিপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকায় আক্তার ও মোক্তারের বাড়ির নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল জানান, স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুরে চৌধুরীগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরও বলেন, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম