সারাদেশে চলছে মাদকবিরোধী বিশেষ অভিযান। এর অংশ হিসেবে রাজধানীতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপি'র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫৯৪৭ পিস ইয়াবা, এক কেজি ২০২ গ্রাম ৮০৭ পুরিয়া হিরোইন, ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১০০ বোতল ফেন্সিডিল, ১২৫ বোতল দেশি মদ ও ৬২টি ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে।-ডিএমপি নিউজ
বিডি প্রতিদিন/০৩ জুন ২০১৮/আরাফাত