বাংলাদেশ লেডি বাইকারস এসোসিয়েশনের উদ্যোগ রাজধানীতে প্রায় ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে সংগঠনটির উদ্যোগে বিজয় নগর, পল্টন, প্রেস ক্লাবের অাশপাশের এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অানিকা এম হাসান, মহাসচিব কনিকা শারমিন, উপদেষ্টা এম হাসান পরশ, হারুন উর-রশিদ খান, সাবিহা হাসান চৈতী, অসীম অাহমেদসহ সংগঠনের সদস্যরা।
বিতরণের সহযোগী হিসেবে কাজ করেছে জাস্ট অাড্ডা নামের একটি অনলাইন ভিত্তিক সংগঠন।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৮/মাহবুব/নাসিম