রাজধানীর পল্লবীতে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম আলেয়া বেগম (২৫)। তিনি রবিবার সন্ধ্যায় চিকিতৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। এর আগে সকালে মারা যান আলেয়ার বাবা সুরত আলী।
গত মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবীতে রির্জাভ ট্যাংক বিস্ফোরণ থেকে আগুন ধরে গেলে ১০ জন দ্ধগ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার বিকালে মারা যায় সাড়ে চার বছরের শিশু মিলি। আজ রবিবার সকালে প্রাণ হারান তার নানা সুরুত আলী (৬০)। আর সন্ধায় মারা গেলেন সুরত আলীর মেয়ে আলেয়া বেগম (২৫)।
এখনও হাসপাতালে চিকিৎসাধীন সুরত আলীর স্ত্রী বেদানা বেগম (৫০), আরেক ছেলে রাব্বি (২২) এবং ছেলের বউ লাবনী (১৮)'র অবস্থা আশংকাজনক। বাকি চারজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ আগস্ট, ২০১৮/মাহবুব