বিএনপির কার্যালয় ভাঙচুরের পর রাজশাহী নগর ছাত্রদলের নতুন নয়টি ইউনিট কমিটি স্থগিত করেছে দলটির কেন্দ্রীয় ছাত্র সংসদ। সোমবার সন্ধ্যায় নগর ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালায় পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা নতুন কমিটির কয়েকজন নেতৃবৃন্দকে মারপিট করে এবং কার্যালয়ের চেয়ার টেবিল ও জানালার কাঁচ ভাঙচুর করে। এতে চারজন আহত হন।
মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নগর ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী গত শনিবার নগর ছাত্রদলের অধিনস্থ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ছয়টি থানা ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ছয়টি থানা ইউনিট কমিটি সাময়িকভাবে স্থগিত করা হলো।
গত শনিবার রাতে নগর ছাত্রদলের বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, শাহ মখদুম, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা থানা এবং রাজশাহী সিটি কলেজ, রাজশাহী কলেজ ও নিউ গভ. ডিগ্রি কলেজ কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল