রাজশাহী মহানগরীতে দেয়াল ধসে সাজ্জাদ হোসেন নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দক্ষিণ মান্দারি এলাকার সয়েদুল্লাহর ছেলে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঈদ উপলক্ষে নানার বাড়ি বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় বাড়ির দেয়াল ধসে সাজ্জাদ নামের ওই শিশু চাপা পড়ে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল