বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা স্পষ্ট করে বলেছি, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এটা আমাদের প্রথম শর্ত। তারপরে বলেছি, নির্বাচন করতে হলে পরিবেশ তৈরি করতে হবে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার থাকতে হবে, নির্বাচন কমিশন ভেঙে পুনর্গঠন করতে হবে ও সংসদ ভেঙে দিতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, বিএনপি এই দেশের জনগণের দল। বিএনপি এ দেশের মানুষের স্বপ্নের দল। সাংবাদিক ভাইদের বলতে চাই, দয়া করে আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার