জাতীয় ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসেছিলেন যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এ বৈঠক শুরু হয়। এতে আরও উপস্থিত ছিলেন যুক্তফ্রন্টের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর অাহমদ ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের অংশ হিসেবে এ দলগুলো এর আগেও একাধিকবার বৈঠকে বসেছেন। এরই ধারাবাহিকতায় আজকের বৈঠক হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। আজকের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরবর্তীতে আসতে পারে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২৮ আগস্ট, ২০১৮/মাহবুব