সাংবাদিক হত্যা, নির্যাতনের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠনে সরকারের প্রতি দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার সকালে পাবনার সংবাদকর্মী সুবর্ণা নদী হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে গণমাধ্যমকর্মীরা এ দাবি জানান।
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নগরীর আলুপট্টিতে এ সমাবেশের আয়োজন করে। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ-সভাপতি মামুন-অর-রশিদ, সদস্য জাবীদ অপু, আরইউজে’র সহ-সভাপতি শরীফ সুমন, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/ফারজানা