৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী দল (বিএনপির)। শুক্রবার সকাল ১১টায় বরিশাল প্রেস ক্লাব হল রুমে জেলা (দক্ষিণ) বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ মন্নান মাস্টার, রফিকুল ইসলাম লাবু, নাছির উদ্দিনসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির চেয়ারপারসনসহ সকল নেতা কর্মীকে মুক্তি দিয়ে গণতান্ত্রিক ধারায় অবাধ সুষ্ঠ ও নিরাপেক্ষ নির্বাচনের জন্য সকাররের কাছে দাবি জানায়।
বিডি প্রতিদিন/ফারজানা