জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠকে বসেছেন যুক্তফ্রন্ট নেতারা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে আ স ম রবের উত্তরার বাড়িতে বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন- গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্প ধারার সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন