সিদ্ধিরগঞ্জে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ রেজাউল করিম বাদী হয়ে মাদক বিরোধী আইনে এ মামলাটি দায়ের করেন।
শুক্রবার বিকেলে মাদক ব্যবসায়ী রহিম উল্লাহ, সোহেল ও আরব শাহকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ২০ হাজার পিছ ইয়াবা। আটককৃত এই তিন মাদক ব্যবসায়ী ফতুল্লার ভূইগড় এলাকার বাসিন্দা।
শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু জানায়, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শুক্রবার একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন