শুদ্ধ রবীন্দ্রসংগীতের প্রচার ও বিকাশের নিরন্তর ধারাবাহিকতায় আনন্দলোকের এবারের প্রয়াস শরতের বিকালে গান ও কবিতা পাঠ। শুক্রবার বিকেলে রাজধানীতে আনন্দলোকের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে কলকাতার অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গান ও কবিতার যুগলবন্দী এ আয়োজনে গান ও কবিতায় সন্ধ্যা সাজান রবীন্দ্রপ্রেমীরা। রাবীন্দ্রিক এই আয়োজনে শিশু থেকে শুরু করে প্রায় সব বয়সী মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
আয়োজক তানজুম আরা পল্লী জানান, বাংলার নিজস্ব সংস্কৃতি ভাণ্ডার সমৃদ্ধ করা এবং শিশুদের মাঝে এর প্রভাব ছড়িয়ে দিতেই তাদের এই আয়োজন।
শুক্রবারের শরৎ সন্ধ্যায় সুর আর শব্দের মুখরিত করা শিল্পীদের একজন জানান, এই চর্চা অব্যাহত রাখতে এমন আয়োজন আরও বেশি হওয়া উচিত।
বিডি প্রতিদিন/ফারজানা