রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিলের ব্রিজের রেলিং ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস লেকের পানিতে পড়ে গেছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো মৃত্যুর খবর না পাওয়া গেলেও চালক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ ফজলুল করিম।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৮/হিমেল