রাজধানীর মগবাজার রেলগেটে অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি প্রাইভেট কার।
রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন মগবাজার রেল গেইট অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার সিগনাল পেয়ে গেটম্যান রেললাইনের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করার সময় হঠাৎ প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৩-৪৩৩৫) লাইনের ওপর বন্ধ হয়ে যায়। উপস্থিত সাধারণ জনতা অনেক চেষ্টা করে গাড়িটি লাইন থেকে নামাতে পারছিল না। পরে ২০-২৫ জন মানুষ প্রাইভেট কার টিকে উচিয়ে লাইন থেকে নিচে নিয়ে আসে।
এ বিষয়ে প্রাইভেট কারের চালক সজিব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, লাইনের ওপর ওঠতেই গাড়ির গিয়ার জ্যাম হয়ে যায়। অনেক ধাক্কা-ধাক্কি করেও লাইন থেকে নামানো যাচ্ছিল না। পরে সবাই মিলে এক প্রকার তুলে নিয়ে গাড়িটি লাইন থেকে নামায়। সাধারণ মানুষ সহযোগীতা না করলে বড় ধরনের বিপদ ঘটে যেত। সহযোগিতার জন্য তিনি সবাইকে ধন্যবাদও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত/ ই-জাহান