রাজধানীর খিলগাঁওয়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মনির নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
রবিবার রাত সোয়া ৯টার দিকে ত্রিমোহনী (মেরাদিয়া হাটের পর) ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। এ সময় চালক ও হেলপার পালিয়ে গেলে উত্তেজিত জনতা তরঙ্গ প্লাস নামের ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে মনিরের লাশ উদ্ধার করে। নিহত মো. মনির (১৭) নন্দিপাড়া ছোট বটতলা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রামপুরা-ডেমরা সড়কের ত্রিমোহনী থেকে ডেমরার ষ্টাফ কোয়ার্টার যাওয়ার পথে পেছন থেকে তরঙ্গ পরিবহনের ওই বাসটি মনিরের রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মনির সড়কে উল্টো লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মনিরের বন্ধু রায়হান জানায়, কিছুদিন আগে তারা একটি হোটেলে এক সঙ্গে কাজ করতেন। বাড়তি আয়ের জন্য কয়েকদিন ধরে ছেলেটি ব্যাটারি চালিত অটোরিকশা চালানো শুরু করেছিল।
এ বিষয়ে খিলগাঁও থানার এসআই তৌফিক আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পাশাপাশি নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত/ ই-জাহান