রাজধানীর কামরাঙ্গীচরে স্মার্টফোন না পেয়ে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেছে মিম আক্তার নামে ১৭ বছরের এক তরুণী।
রবিবার দিবাগত রাতে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মিম। এতে তার শরীরের ২৫ শতাংশ ঝলসে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
কামরাঙ্গীচর আলী নগর খালপাড় এলাকায় দুই ভাই ও মা শিরিনা আক্তারের সাথে ভাড়া বাসায় থাকে ওই তরুণী।
শিরিনা আক্তার জানান, বেশ কয়েক দিন ধরে তার মেয়ে মিম একটি স্মার্টফোন চাচ্ছিলো। না পেয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়।
বিডি প্রতিদিন/ ই-জাহান