ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় তিন হিজড়াসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে নিকট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের তুরাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, সাভারের আশুলিয়ায় ফিল্মি কায়দায় প্রাইভেট কার থামিয়ে ভেতরে থাকা তিন হিজড়াকে গুলি করেছে আরেকটি গাড়িতে থাকা দুর্বৃত্তরা। গুলিতে আহত হয়েছেন হিজড়াদের বহনকারী গাড়ির চালকও। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গুলিবিদ্ধ তিন হিজড়া হলেন শিখা, আব্দুলাহ ওরফে রাশিদা ও এলাইচ। অন্যজন তাদের গাড়ি চালক নূর নবী।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি এফ এম সায়েদ বলেন, কী কারণে দুর্বৃত্তরা গুলি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব