রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় পাঠাও মোটরসাইকেলের আরোহী লাফিজুর রহমান (৫০) নিহত ও চালক আহত হয়েছেন। সোমবার বিকালে লা মেরেডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার বিকালে লা মেরেডিয়ান হোটেলের সামনে মহাখালীগামী একটি যাত্রবাহী বাস 'পাঠাও'-এর ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে যাত্রীসহ চালক ছিটকে পড়েন। এসময় চালককে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং যাত্রী লাফিজুরকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। পরে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক যাত্রী লাফিজুরকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ডিউটি অফিসার মশিউর রহমান জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম