ঢাকাবাসীর সৃষ্টি করা বিশ্ব রেকর্ড বঙ্গবন্ধুর প্রতি উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল ও সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, ঢাকাবাসী বিশ্ব ইতিহাস সৃষ্টি করেছে। পরিচ্ছন্নতায় ভারতের আহমেদাবাদের রেকর্ড ভেঙে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে ঢাকা।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন