রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ মুক্তা হক (৩৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-৩।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মতিঝিলের এজিবি কলোনি কাঁচাবাজার সংলগ্ন এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক মুক্তার গ্রামের বাড়ি নড়াইলে। তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর একাধিক ব্যবসায়ীদের সরবরাহ করতেন।
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব