সাভারে নিখোঁজের তিন দিন পরে ইয়াসিন নামের এক (১০) শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে সাভারের দেওগাঁও এলাকা থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায় গত ২৪ সেপ্টেম্বর চাঁদপুর থেকে ওই শিশু বাবা-মার সাথে দেওগাঁও এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসে সেদিন বিকেলেই নিাখোঁজ হয়। পরে শিশুটির পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন। বুধবার রাতে স্থানীয়রা দেওগাঁও এলাকায় একটি ব্রিজের পাশে বালুর নিচে শিশুটির লাশ দেখতে পায় এসময় স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে জানালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে সাভার মডেল থানার (এসআই) সুজায়েত হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কিভাবে শিশুটির মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে পুড়িয়ে হত্যার পর বালুর নিচে চাপা দিয়ে রাখা হয়। এই ঘটনার ৭ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে ।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৮/হিমেল