ঢাক দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, রাজধানীতে এবার ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেশি হলেও তা মহামারি আকার ধারণ করেনি। ফুটপাত দখলমুক্ত করা, রিক্সায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে করপোরেশন। পাশাপাশি ৩ টি পর্যায়ে ৩৫ হাজার বাসায় গিয়ে এডিস মশার জীবাণু ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার গণ পরিবহনের সমন্বিত সভায় সাঈদ খোকন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী ২ বছরের মধ্যে নগরবাসীকে নিরাপদ, দূষণমুক্ত ও যানজটমুক্ত সড়ক উপহার দেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান