রাজধানীর ধানমন্ডি থেকে আজ সকালে সুমি (৪০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধানমন্ডির ৭ নম্বর রোড়ের ২১ নম্বর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত্যু কারণ ও সুমির বিস্তারিত নাম-ঠিকানা জানান চেষ্টা করা হচ্ছে বলে জানিয়ে ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. শাজাহান আলী জানান, সুমি ধানমিন্ডর ৭ নম্বর রোডের ২১ নম্বর বাড়ির একাব্বর বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সকালে স্থানীয়দের খবর পেয়ে ওই বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্ষিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার