ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদের প্রতিবাদে এবং প্রয়োজনীয় নীতিমালা প্রনয়ণ করে লাইসেন্স দেওয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ব্যানারে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হোসেন, রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, হোটেল রেস্তোরা শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবুল হোসেন সহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশ ডিজিটাল হলেও এখন পর্যন্ত রিক্সা ডিজিটাল হয়নি। শ্রমিকরা এখন পায়ে চালিত রিক্সা চালাতে চায়না। তারা প্রয়োজনীয় নীতিমালা প্রনয়ন করে ব্যাটারি চালিত রিক্সা লাইসেন্স দেওয়ার দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ই-জাহান