সাভারে আওয়ামী লীগের নেতাকর্মীরা দোয়া মাহফিল ও কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সাভার প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাভার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যা থেকেই প্রিয় নেতার জন্মদিন পালন উপলক্ষে জড়ো হতে থাকেন স্থানীয় নেতাকর্মীরা। মধ্যরাতের নীরবতা ভেঙে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করেন তাঁরা।
এ সময় সাভার তেতুলঝড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা পর্ব শেষে মঞ্চে আনা হয় ৭২ পাউন্ডের একটি বড় আকারের কেক। নেতৃবৃন্দসহ এলাকার পথশিশুরা মিলে ওই কেক কাটেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান