সাভারে একটি অবৈধ পোড়া মবিল তৈরির কারখানায় আগুনে চার জন দগ্ধ সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় নাছরিন অটোমোবাইল কারখানায় এঘটনা ঘটে। শ্রমিকরা জানায় যাদুরচর এলাকার ওই অবৈধ পোড়া মবিল রিপায়ারিং কারখানায় ঝুকিপূর্ণ ভাবে কাজ করে আসছিলো প্রায় ২০ জন শ্রমিক রাতে কাজ করার সময় কারখানার পাশে রান্নাঘর থেকে আগুন লাগে কারখানার একটি মেশিনে এসময় চার জন শ্রমিক দগ্ধসহ আহত হয় অন্তত ১০ জন।
আগুনে পোড়া দগ্ধ শ্রমিকরা হলেন আলী আহমদ (২০),আতাউল মিয়া (২৫),আতোয়ার মিয়া (২৮) ও আমিনুল ইসলাম (২৮)।
পরে কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বান ইউনিটে ভর্তি করে। পরে সকালে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে এঘটনার পর থেকে কারখানার মালিক সিরাজ বলেন প্রশাসনকে ম্যানেজ করেই তিনি অবৈধ কারখানাটি গড়ে তুলেছেন।
এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি আব্দুল আউয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন অভিযোগ পেলে তদন্ত করে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান