বিএনপির অব্যাহত মিথ্যাচার ও চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের কর্মী সমাবেশ শুরু হয়েছে।
শনিবার বিকাল ৪টার দিকে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্ব এ সমাবেশ শুরু হয়।
সমাবেশ সঞ্চালনা করছেন মহানগর ১৪ দলের সমন্বয়ক শাহে আলম মুরাদ। ইতিমধ্যে সমাবেশে অংশ নিয়েছেন মতিয়া চৌধুরী, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, শিরিন আখতার, নজিবুল বশর, শেখ শহিদুল ইসলামসহ ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত