আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ। ২২ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে দলটি।
এ সমাবেশের মধ্য দিয়ে আন্দোলন ও নির্বাচন নিয়ে দেশী-বিদেশী সব মহলকে সুনির্দিষ্ট বার্তা দিতে চাইছে বিএনপি। জনসভায় লাধিক মানুষের জমায়েত করে দলটি তাদের আগামী দিনের দাবি ও লক্ষ্য উত্থাপন করবে।
গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি সফল ঐতিহাসিক জনসভার প্রস্তুতি নেয়া হয়েছে। বেলা ২টায় এ সমাবেশ শুরু হবে। কী কারণে বিএনপি আন্দোলনে যেতে চায়, কী হলে নির্বাচনে যাবে সেসব বিষয় স্পষ্ট করা হবে জনসভায়। আন্দোলনে যাওয়ার একটি বার্তাও দেবেন সিনিয়র নেতারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনসভা থেকে আমরা আমাদের নীতিনির্ধারণী বক্তব্য দেবো; ভবিষ্যতের কর্মপন্থা, ভবিষ্যতের কর্মসূচি এগুলোই আসবে সেখানে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন