সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় অাসতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা।
আজ বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হওয়ার কথা হলেও সকাল ৯টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ভিড়তে দেখা যায়।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে বিএনপি নেতাকর্মীদের ভিড়। জনসভাস্থলে ঢুকছে খণ্ড খণ্ড মিছিল। নেতাকর্মীদের হাতে দেখা যাচ্ছে নানা রঙ-বেরঙের ও স্লোগান লেখা ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগরসহ অাশপাশের জেলা থেকেও জনসভায় যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ছাত্রদলের কর্মীরাও আসছেন জনসভায়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন